শরতের শুভ্রতা কনক কুমার প্রামানিক প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৫ পিএম ভাদ্র-আশ্বিন শরৎকালপ্রকৃতিতে আসে,শুভ্র সাদায় নদীর দু’কুলকাশ ছোঁয়ায় হাসে।শরতের সেই আকাশ জুড়েইসাদা মেঘের ভেলা,তারই মাঝেই দিনভর চলেরোদ বৃষ্টি খেলা।পায়ের তলায় যে দূর্বাদলেহাসে মুক্তোকণা,ধরায় আসলে শুভ্র শরৎমনটা আনমনা। Share