Skip to content

৮ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শরতের শুভ্রতা

ভাদ্র-আশ্বিন শরৎকাল
প্রকৃতিতে আসে,
শুভ্র সাদায় নদীর দু’কুল
কাশ ছোঁয়ায় হাসে।

শরতের সেই আকাশ জুড়েই
সাদা মেঘের ভেলা,
তারই মাঝেই দিনভর চলে
রোদ বৃষ্টি খেলা।

পায়ের তলায় যে দূর্বাদলে
হাসে মুক্তোকণা,
ধরায় আসলে শুভ্র শরৎ
মনটা আনমনা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ