চাঁদের মালিক
চাঁদের জমির মালিক ছিল
একা একটি বুড়ি
চাঁদের জমির মালিক এখন
আছে ভুরি ভুরি।
চাঁদের বুড়ির চরকা কেটে
দিন কাটিতো রসে
নতুন মালিক চাঁদে যেতে
ফন্দি ফিকির কষে।
চাঁদের দেশে থাকবে মানুষ
চাঁদের আলো মেখে
চাঁদের বুড়ির দিন কাটিবে
রঙের মানুষ দেখে।