Skip to content

১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশী দুই শিক্ষার্থী পেল নিউইয়র্ক টাইমস বৃত্তি

এ বছরের নিউইয়র্ক টাইমস কলেজে উচ্চশিক্ষার জন্য বৃত্তি পায় বাংলাদেশী দুই শিক্ষার্থী সামিয়া আফরিন ও লামিয়া হক। মোট ১২ জন শিক্ষার্থী এ বৃত্তি পায়।

 

বৃত্তি পাওয়া এইসব শিক্ষার্থী সবাই দারিদ্র্য, বুলিং, শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে সংকটে ছিলেন।  কেউ কেউ পারিবারিক শোক সামলেও নিজেদেরকে সামনে এগিয়ে নিচ্ছেন৷ 

 

বাংলাদেশী দুই শিক্ষার্থীর পাশাপাশি পাকিস্তানের আয়মা আলি, চীনা বংশোদ্ভূত ব্রায়ান ঝ্যাং ও জেনিফার ওয়েং, কাজাখস্তানের এনলিক কাজাশেভা, এস্তোনিয়ার আলেক্স কোয়িভ, ইকুয়েডরের পরিবারের মেয়ে জাইলেন সিনচি, নিউইয়র্কের ব্রনক্সের ডেনিয়েল নাইট ও নিকল রাজগর, নিউইয়র্ক সিটির টাইগারলিলি হপসন ও জেলিস উইলিয়ামসও এই বৃত্তি পান। 

 

সামিয়া আফরিন ও লামিয়া হক দুজনই পরিবার সহ আমেরিকার  অভিবাসী।  সামিয়া আফরিন তার পরিবারের প্রথম নারী যে প্রথম বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার আগ্রহ নিয়ে ইউনিভার্সিটি অব রোচেস্টারে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছেন। 

 

ম্যাসাচুসেটসে উইলিয়ামস কলেজে অপরাধ আইন বিষয়ে উচ্চশিক্ষা নেবেন লামিয়া হক। শৈশবের বেশিরভাগ সময় কাটিয়েছেন নিজেকে খুঁজে পেতে। 

 

একইরকম ভাবে বাকি ১০ জনও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে নিজেদেরকে সফল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ