ফেনীতে সদাগর.কমের ট্রেড সেন্টার উদ্বোধন
শনিবার সকালে ফেনী শহরের ট্রাংক রোডে শাহ আলম টাওয়ারের ৬ষ্ঠ তলায় উদ্বোধন হলো হোলসেইল মার্কেটপ্লেস সদাগর.কমের। পাইকারী দামে গুনগত পণ্যের সারাদেশের পণ্য সদাগর.কমের মাধ্যমে কিনতে পারবেন গ্রাহকেরা।
ট্রেড সেন্টারের মাধ্যমে ফেনীর উদ্যোক্তাদের পাশে থাকার ঘোষনা দিয়ে ট্রেড সেন্টারের উদ্বোধন করেন সদাগর.কমের সিইও আরিফ চৌধুরী। মিনিকেট চাল মাত্র ৪০ টাকায় পাইকারীতে বিক্রি, শস্য উৎসব এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে থাকার মাধ্যমে আলোচনায় এসেছে সদাগর.কম। আজ সকালে উদ্বোধনী আয়োজনে হাফেজ মাওলানা রুহল আমিনের সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন সদাগর.কমের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আরিফ চৌধুরী, সদাগর.কমের সিএসও জাহিদ শাহ, সদাগর ফেনী ট্রেড সেন্টারের উদ্যোক্তা শাখাওয়াত হোসেন।
সিইও আরিফ চৌধুরী বলেন, "আমরা দেশের অন্যতম বাণিজ্যিক নগরী ফেনীতে ব্যবসায় সম্প্রসারণ করতে পেরে আনন্দিত। আশা করছি এখানকার উদ্যোক্তারা আমাদের ট্রেড সেন্টার ব্যবহার করে ফেনী বাসীকে সুলভ মূল্যে সকল পণ্য তুলে দিবেন। চিফ স্ট্রাটেজী অফিসার জাহিদ শাহ বলেন," আমরা দেশীয় ই-কমার্স। আমাদের লক্ষ্য দেশের পণ্যের ব্রান্ডিং। আমরা সবার সহযোগীতা চাই এগিয়ে যেতে।"