Skip to content

২৬শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | বুধবার | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

গাঁটছড়া বাঁধলেন লাক্স সুপারস্টার রাখি মাহবুবা

২০১০ সালের লাক্স–চ্যানেল আই সুপারস্টার রাখি মাহবুবা। এবার জীবনে নতুন এক অধ্যায়ের শুরু করলেন। গত শুক্রবার সাজ্জাদ হোসাইনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন এই তারকা। 

 

গাঁটছড়া বাঁধলেন লাক্স সুপারস্টার রাখি মাহবুবা

এ বিষয়ে রাখি জানিয়েছেন, দুবছর প্রেমের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্তে আসেন তারা। তাদের প্রথম দেখা হয় ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইম স্কয়ারে।তিনি বলেন, তার স্বামী সাজ্জাদ হোসাইনের জন্ম বাংলাদেশে হলেও ছোটবেলা থেকে তিনি সিঙ্গাপুরে থাকেন। বর্তমানে তিনি সেখানকারই নাগরিক এবং ব্যবসায়িক সূত্রে সেখানেই থাকেন।

 

গাঁটছড়া বাঁধলেন লাক্স সুপারস্টার রাখি মাহবুবা

আরব আমিরাতের দুবাইয়ে ওয়ান অ্যান্ড অনলি রয়েল মিরেজ হোটেলে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে বর-কনে ছাড়া সাক্ষী হিসেবে আরো দুজন সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও পরিবারের সদস্যরা অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর থেকে জুম ভিডিওর মাধ্যমে বিয়েতে যুক্ত হন।

 

গাঁটছড়া বাঁধলেন লাক্স সুপারস্টার রাখি মাহবুবা

২০১০ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার বিজয়ী হোন রাখি মাহবুবা। আর এখান থেকেই তার ক্রিয়াঙ্গনের যাত্রা শুরু।এরপর বিভিন্ন নাটক ও বিজ্ঞাপন করে বেশ নাম কুড়িয়েছেন তিনি। কিন্তু পরবর্তীতে পড়াশোনার জন্য পাড়ি জমান অস্ট্রেলিয়ায়।একসময় মডেলিং আর নাটকে অভিনয় করলেও বর্তমানে পেশায় তিনি একজন প্রকৌশলী।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ