অনলাইনে কেনাকাটা করতে উৎসাহ দিলেন শাহরিয়ার নাফিস
আজ বৃহস্পতিবার ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম.কমের ফেসবুক লাইভে এসে জাতীয় দলের ক্রিকেটার শাহরিয়ার নাফিস বলেন, "আমি খেয়াল করছিলাম আমার নিজের দরকারেও অনেক কিছু বাসায় বসে অনলাইনে অর্ডার করা যায়। আমাদের এই কষ্টটুকুকেও সহজ করে আমাদের নিরাপদ করেছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো।
জনপ্রিয় উপস্থাপক নীরবের উপস্থাপনায় লাইভটিতে অংশ নেন কিউকমের সিইও রিপন মিয়াও। শাহরিয়ার নাফিস আরো বলেন, "দ্রুততম সময়ে কিউকম অনেক ভালো করছে, আপনারা আপনাদের যেকোনো প্রয়োজনে বিশ্বাস করতে পারেন প্রতিষ্ঠানটিকে।"
কিউকম.কমের অফিশিয়াল ফেসবুক লাইভে চলা আলোচনায় ক্রিকেট জীবন নিয়েও নানা আলোচনা করেন জাতীয় দলের অন্যতম সেরা এই ওপেনার।