রূপচর্চায় বাঙ্গির উপকারিতা
খেতে খুব একটা সুস্বাদু না৷ হলেও পুষ্টিতে ভরপুর বাঙ্গি। পুষ্টিগুণে সম্পন্ন এই ফল আবার সহজলভ্যও বটে। মৌসুমি এই ফল শরীরের জন্য যেমন উপকারী, তেমনি ত্বকের যত্নেও সেরা। যাকে প্রাকৃতিক ব্লিচ বলা হয়।
অর্থাৎ প্রাকৃতিক ভাবেই ত্বককে ফেয়ার পলিশ করতে সহায়তা করে বাঙ্গি। ত্বকের কালচে, রোদে পোড়া দাগ দূর করে ত্বককে করে তোলে মসৃণ ও সুন্দর। ফেসওয়াশ এবং স্ক্রাবের বিকল্প হিসেবে ব্যবহারযোগ্য এই বাঙ্গি। আসুন তবে জেনে নি বাঙ্গির কিছু ব্যবহারবিধি।
বাঙ্গির পেস্ট করে সাথে টক দই মিশিয়ে সপ্তাহে দুদিন মুখে ব্যবহার করুন। এটি ত্বকে প্রাকৃতিক ক্লিনজারের কাজ করে। বাঙ্গির সাথে টক দই তো আছেই, সাথে এক চা চামচ ওটসের গুঁড়ো এবং মধু মিশিয়ে কিছুক্ষণ সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। তারপর ১০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
বাঙ্গির পেস্টের সাথে দুধ ও মধু সমপরিমাণ মিশিয়ে মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। এরপরে ধুয়ে ফেলুন। ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে বাঙ্গির রসের সঙ্গে লাল আটা মিশিয়ে ত্বক ম্যাসাজ করুন।