অঙ্কুর
সমস্তের দিকে তাকিয়ে, বলি প্রেম,ফিরে তাকাও
এখনো অগাধ আস্থা রেখেছি তোমার চারপাশে
হাড়ের সাথে হাড় জুড়ে বানিয়েছি আঙটা
যাতে ঝুলে থাকতে পারি,ডালে ডালে,ফুলকির মতো
আমাদের অনলাইন প্রেম, অফলাইন বিরহ
কত লাইন, কতো বেলাইন, সুতো কাটাকাটি!
তবু রাঙানো আকাশ, টিস্যু পেপারে
শুষে নেওয়া দুঃখের মতো, রক্তে মুখ দিয়ে হাঁটি
ক্ষুদ্রের দিকে তাকিয়ে, বলি প্রেম,করে দেখাও
চুম্বনের দাগ পুরনো হলেও, হয়না ফ্যাকাসেl