Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

কতো টুকু চেয়েছি!

কতো টুকু চেয়েছি তোমার কাছে
এভাবে ফিরিয়ে দিতে হল আমাকে
আমি তোমার হতে চেয়েছিলাম
এই টুকু চাওয়া কি খুব বেশি হয়ে যায়!

ভোরের কুয়াশা দেখে দ্যুতি খেলে যায় চোখে
গোধূলি সূর্য উদাসীনতা ডেকে আনে মনে
পাখিদের ডাক শুনে তন্ময় হতে দেখেছি অনেক বার

 

পথের দ্বারে অভুক্ত শিশুকে খাইয়েছো খাবার
কৃষকের পুড়ে যাওয়া শস্য দেখে মিলেছে জল
কে বলেছে ভালোবাসা নেই তোমার মনে
শুধু আমার জন্য তোমার আজন্ম আকাল।

অপুষ্ট মন দেখেছিলো হাজার স্বপন
সাগরের বুকে মিলে, পাবে সাগরের আস্বাদন
কিন্তু পেলাম শুধু খা খা বিরান মরুভূমি 
অবহেলা অযত্ন অনাহারে পুড়ছে দিন রাত্রি।

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ