Skip to content

৫ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুখী নদী

কে এলে গো? চরণ ধুতে দুখী নদীর জলে?
দুখের জলে এলে বুঝি! দুঃখ ঢাকার ছলে?
কেউ রাখে না কোনো খবর হাজার শত দিন,
কত জোয়ার এলো গেলো রাখেনি তো চিন।

শূন্য হৃদয় ভরলো নদীর তপ্ত বালুচরে
কাশফুলেরা নদীর কুলে খরায় পুড়ে মরে।
যে পাখিটি ডানা মেলে নাইতো মনের সুখে
সেই পাখিটি হারিয়ে গেলো ফাটল নদীর বুকে।

নদীর বুকে দুখের ফসল,নেই তো কোথাও নীর
বৃক্ষরাজি নিধন হয়ে ভেঙে গেছে তীর।
পিয়াস বুকে শূন্য পানে পাখি মেলে পাখা,
হৃদ মাজারে আছে নদীর বিজন ব্যথা রাখা।

জোয়ার ভাঁটা বন্ধ হয়ে হারিয়ে গেছে সুখ
সেই দুঃখের কাতরতায় ভাঙলো নদীর বুক।
আসুক ফিরে শ্রোতধারা জাগুক সবুজ বন,
হাসুক আবার নতুন করে দুখী নদীর মন।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ