Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দূষণ

তিন অক্ষরের দূষণ নামটি
বিশ্ব করছে ছাই,
সন্তান শোকে বসুমাতা
রক্ষাকবচ চায়।

বৃক্ষ কেটে ধ্বংস করছি
অক্সিজেনের জান,
প্রকৃতির ওই তাণ্ডবলীলায়
প্রাণী-জীবন খান।

শব্দ বায়ু পানির দূষণ
অহরহ সাজ,
বিজ্ঞানের স্বাদ পাইতে গিয়ে
ভবকুলে বাজ।

পরিবেশ আজ প্রতিকূলে
দোষী মানব জাত,
যে যার মতন করছি খনন
কিয়ামতের খাত।

দূষণ কমাই বিশ্ব বাঁচাই
এই হোক স্লোগান ভাই,
পর প্রজন্মের দ্বার খুলে যাই
বিশ্বের দাবী তাই।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ