নিঃশব্দে আত্মহত্যা
আমি প্রতিদিন নিঃশব্দে আত্মহত্যা করি
কই, কেউ তো বলেনি আমায়
অবগুণ্ঠিত সময়ের তলানিতে
প্রতিটি চুমুকে আমি বিষ নেই কেন?
কেন আমার প্রেম দ্বিখণ্ডিত হতাশায় ডুবে গেছে?
জানি কেউ নেই, পুরোটা পথই আমার, একার।
গাছের পাতার বিবর্ণ চেহারা
খুচরো দুঃখের হাটবাজার
জানি এ কেবলই আমার, একার।
খুব জানতে ইচ্ছে হয়
তুমিও কি মাঝেমাঝে কষ্টের নুড়িপাথর কুড়াও?
লাল-নীল স্বপ্নেরা পথের ঢেলায় হোঁচট খায়,
তুমিও কি প্রতিমুহূর্তে নিঃশব্দে আত্মহত্যা করো?