ভালো থাকার অভিনয় তুহীন বিশ্বাস প্রকাশ: ১৭ মে ২০২২, ০৭:১৫ পিএম কলঙ্ক লেপ্টে গেছে সভ্যতার দেয়ালে-কষ্টজল চাপা পড়ে মুখোশের আড়ালে,ভালো থাকার অভিনয়ে ক্লান্ত পরিশ্রান্ত,নির্জন রজনীতে কভু কষ্টগুলো অশান্ত। আঁধার কেটে আলো বিধাতার নিয়ম;তীব্র যন্ত্রণায় তাই বিধাতাকেই স্মরণ। Share