পাছে লোকে কিছু বলে
পাছে লোকে কিছু বলে
এটা তাদের স্বভাব
এসব যারা করে বেড়ায়
আছে জ্ঞানের অভাব।
একটু ভালো কর যদি
হিংসায় জ্বলে যারা
একটুখানি সুযোগ পেলে
চেপে ধরে তারা।
কাজের মাঝে ভুল হলে
মেনে নিতে হয়
মেধা দিয়ে কাজ করলে
হবে হবেই জয়।
লোকের কথায় কী আসে যায়
যদি চল সঠিক
কাজের মাঝেই তুলে ধর
ভালো মন্দের দিক।
অনন্যা/জেএজে