জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ ছিল এটা: সাবিনা ইয়াসমীন
গত বছর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান বরেণ্য শিল্পী সাবিনা ইয়াসমীন। সেখানে চিকিৎসকেরা তার শরীরে নতুন জটিলতা শনাক্ত করেন। এর পর রেডিওথেরাপি এবং অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয় তাকে। দীর্ঘ চিকিৎসা শেষে আবার গানে ফিরছেন এই শিল্পী।
২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে কয়েকটি স্টেজ শো করার পর তিনি আর মঞ্চে দেখা দেননি। শারীরিক অবস্থা নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ায় একসময় অডিও বার্তার মাধ্যমে ভক্তদের আশ্বস্ত করেন। গতকাল এক সাক্ষাৎকারে সাবিনা জানান, গত বছরের ৭ ফেব্রুয়ারি তাঁর অস্ত্রোপচার হয়। এরপর চার মাসে ৩০টি রেডিওথেরাপি নেন। তিনি বলেন, “এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন লড়াই। তবে মনোবল ছিল দৃঢ়। আল্লাহর রহমত এবং দেশবাসীর দোয়ার কারণে আমি এই সময় পার করতে পেরেছি।”
চিকিৎসা শেষে ২০২৩ সালের মে মাসে ঢাকায় ফেরেন সাবিনা। এরপরও ফলোআপের জন্য কয়েকবার সিঙ্গাপুর যেতে হয়েছে। এখন তিনি সুস্থ এবং চিকিৎসার জন্য আর বাইরে যেতে হচ্ছে না।
সংগ্রামের দিনগুলোর গল্প
সিঙ্গাপুরে চিকিৎসাকালীন সময়ের কথা স্মরণ করে সাবিনা বলেন, “চার মাস মিলিয়া সাবেদের বাসায় ছিলাম। ওর আন্তরিক সেবা, মানসিক সাপোর্ট এবং ভালোবাসা আমাকে এই যুদ্ধে টিকে থাকতে সাহায্য করেছে। ওর ঋণ আমি কখনো শোধ করতে পারব না।”
ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “অনেকেই আমাকে নিয়ে চিন্তিত ছিলেন। তাঁদের দোয়া আর ভালোবাসা সব সময় আমাকে অনুপ্রাণিত করেছে। আমি তাঁদের জন্য গান করি এবং এটাই আমার শক্তি।”
গানে ফেরার ঘোষণা
সাবিনা ইয়াসমীন জানালেন, ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ঢাকায় দুটি বড় মঞ্চ অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর চট্টগ্রামে আরও একটি স্টেজ শো করবেন। এসব অনুষ্ঠানে নিজের পছন্দের গান এবং শ্রোতাদের অনুরোধের গান পরিবেশন করবেন। নতুন গান রেকর্ডিংয়ের ব্যাপারেও কয়েকজন সংগীত পরিচালক যোগাযোগ করেছেন।
স্টেজ শোর প্রস্তুতিতে ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি যন্ত্রশিল্পীদের সঙ্গে মহড়ায় অংশ নেবেন তিনি। সাবিনা বলেন, “মঞ্চে ওঠার আগে নিজেকে ঝালিয়ে নেওয়া আমার অভ্যাস। গান ছাড়া কিছু ভাবতে পারি না। এত দিন পর আবার গান গাইতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ।”
জীবনের সংগীত যাত্রা
১৯৬২ সালে রবীন ঘোষের সুরে ছোটদের গানে কণ্ঠ দেওয়ার মাধ্যমে সাবিনা ইয়াসমীনের সংগীতজীবনের সূচনা। ১৯৬৭ সালে মাত্র ১৩ বছর বয়সে “আগুন নিয়ে খেলা” সিনেমায় প্রথম গান করেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য গান গেয়ে বাংলা গানের অপরিহার্য শিল্পী হয়ে উঠেছেন তিনি।
সাবিনা বলেন, “রেওয়াজ আমার জীবনের অংশ। সিঙ্গাপুরে থাকাকালীনও আমি নিয়মিত রেওয়াজ করতাম। এখনো প্রতিদিন এক থেকে দেড় ঘণ্টা রেওয়াজ করি।”
সাবিনার সংগীত পরিচালনার অভিজ্ঞতা এসেছে ২০২০ সালে। কবরী পরিচালিত “এই তুমি সেই তুমি” সিনেমায় চারটি গানের সুর করেন তিনি। তবে কবরীর মৃত্যুর কারণে ছবিটি এখনও মুক্তি পায়নি, যা তাঁর কাছে একটি বড় আক্ষেপ। তিনি বলেন, “এই ছবিতে কোনাল ও ইমরানকে দিয়ে গান করিয়েছিলাম। এটি আমার জন্য আনন্দের স্মৃতি। দেখি, ছবির কাজ শেষ হয় কি না।”
দীর্ঘ সংগ্রামের পর সুস্থ হয়ে আবার গানে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সাবিনা ইয়াসমীন। ভক্তদের ভালোবাসা এবং সংগীতের প্রতি নিজের অদম্য প্রেমই তাঁকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে।