Skip to content

তুমি সেই অনন্যা প্রিয়া

যাকে আমি সাতাশ বছর খুঁজি চোখে চোখে 
যার ছবিটা আঁকা আছে আমার সাগর বুকে।
তুমি সেই অনন্যা প্রিয়া থাকো কোথায় কার ঘরে
আজো আমি একা একা দুচোখ ভিজাই অঝোরে। 

স্বপ্ন দেখাই মনটা মজাই ছুঁয়ে ছিলে দুটো হাত
অনেক কথা হয়েছিল, হয়েছিল গভীর রাত।
অসুখ ছিল মনের মাঝে ভালোলাগার সেই ক্ষণে
বুকের ভিতর টেনে নিলে আদর করলে সুখ মনে।

দুঃখ কেবল আমার এখন বিরহে দিন রাত কাটে
বলা যায় না সওয়া যায় না কষ্টে আমার হৃদ ফাটে।
সেই অনন্যা তুমি আমার আসো কাছে বাহুডোরে
তোমায় নিয়ে নতুন করে স্বপ্ন সাজাই শুভ ভোরে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ