রুমঝুমাঝুমঝুম
বৃষ্টি মানে কাদা কাদা গাঁয়ের মেঠোপথ
দামাল ছেলে ঠিকই বানায় ভেলা নামক রথ
কদম কেয়া সুবাস ছড়ায় নিত্য প্রতিদিন
যায় থেমে যায় রাখাল রাজার সুরে বাঁধা বীণ।
বৃষ্টি মানে রিমঝিমাঝিম ছন্দে বাজা সুর
সুরটা আহা আমার কানে লাগে সুমধুর
খোকন সোনার মন টেকে না ঘরের কোণে বসে
ইচ্ছে করে খেলার মাঠে খেলে বেড়ায় চষে।
বৃষ্টি মানে ডাহুক পাখির ডুব সাঁতারের ক্ষণ
উদাস উদাস হয় তখনই ছড়াকারের মন
লিখতে থাকে রস রচনা প্রিয় কবির হাত
বুকের ভেতর খুশির পরশ পাওয়া অকস্মাৎ।
বৃষ্টি মানে গল্প শোনা দিদার কাছে গিয়ে
রূপকাহিনির দেশে গিয়ে আসি পরী নিয়ে
সারাবেলা লেপের ভেতর আলসে দেয়া ঘুম
ময়ূর নাচে ধিনাক ধিনাক রুমঝুমাঝুমঝুম!