পদ্মার বুকে
পদ্মার বুকে স্নিগ্ধ বিকেলে শুয়ে আছে স্বপ্নের সেতু
এই ভরা বর্ষায় কি শান্ত হয়ে জল ছুটে চলেছে সাগরের পানে
বীর দর্পে পদ্মার বুকে দাঁড়িয়ে আছে স্বপ্নের সেতু
হাত ছানি দিয়ে ডাকছে সকলকে।
দল বেঁধে কি নিয়ম গতিতে চলছে প্রিয় যান
উপরে খোলা আকাশ চাক চাক মেঘদের স্থবিরতা
অপলক দৃষ্টিতে দেখছে মানুষ বহু আকাঙ্ক্ষিত স্বপ্নের সেতু।
পড়ন্ত বিকেলে আকাশ আর পানির গভীর মিতালি
ঐ দূর দিগন্তে গিয়ে মিলেছে দু’জন।
কুলকুল পানির শব্দ আর মানুষের আবেগের গুঞ্জনে
সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে এক মহনীয় পরিবেশের সমন্বয় ঘটেছে পদ্মা পাড়ে।
অনন্যা/এসএএস