আমনের মরসুমে কনক কুমার প্রামানিক প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৪:০২ পিএম হেমন্তের সোনালী ধানে ছেঁয়ে গেছে মাঠ, উৎফুল্ল কৃষক মন শেষ হয় পাঠ। নবান্নের এ উৎসবে মাতোয়ারা ধরা, নতুন ধানের খুশি মনে ঘোচে সব খরা। আমন ধানে সোনালী আশা দুই চোখ ভরে, হেমন্তে উৎসব আসে সব ঘরে ঘরে। Share