Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

শরৎ সারাবেলা

শিউলি ফুলের মালা পরে
শুভ্র কাশের বনে,
শরৎ রানি হাওয়ায় নাচে
সাদা বকের সনে।

শরৎ রানির রূপ পড়েছে
পদ্মবিলের মাঝে,
জলকাকেরা জলকেলিতে
নিত্য-নতুন সাজে।

সওদাগরের বহর হাঁটে
সাদা মেঘের দেশে,
শরৎ ছুঁতে মন ওরে যায়
নীল আকাশের কেশে।

তালের পিঠার মজার গন্ধে
বসে স্বাদের মেলা,
সুর ও ছন্দে যায় কেটে যায়
শরৎ সারাবেলা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ