Skip to content

১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শরৎ ঋতু

গগন মাঝে ওই দেখা যায়
খালে বিলে ঝিলের মাঝে
শুভ্র বারিদ হাসে,
শাপলা পদ্ম ভাসে।

বর্ষা মৌসুম বিদায় নিয়ে 
শরৎ এলো চলে,
ফুলের সুবাস ছড়িয়ে দেয়
শিউলি গাছের তলে।

নতুন রূপে ধরা সাজে
দেখে নজর কাড়ে
মিষ্টি রোদের লুকোচুরি 
শরৎ এলো দ্বারে।

আমন ধানের  চারা রোপন
সবুজ মাঠে ঘেরা,
শরৎ রানির রূপের ঝলক
দেখতে লাগে  সেরা। 

স্নিগ্ধ বায়ু বইছে ধরায়
দোলা দেয় যে প্রাণে
মন ভরে যায় ভাদ্র মাসে
পাকা তালের ঘ্রাণে।

শরৎ কালের আগমনে
বকের সারি আসে,
নদীর  ধারে কাশের বনে
ফুলকলিরা হাসে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ