Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ভালোবাসা বুনি

বহুবার প্রেমে পড়েছি আমি,
তবুও হতে পারিনি স্বামী।
বিয়ে করা কমন ছাড়াও লাগোয়া শর্তে,
সব প্রেম সাবালিকা হওয়ার পূর্বেই মৃত্যু গর্তে।

কখনো আমার দেয়া লাভ ফর ফ্লাইং মিটিং;
কখনো’বা প্রেমিকার দেয়া লাভ ফর সিটিং মিটিং,
সম্পর্কের ইতি টানতে
চূড়ান্ত স্বাক্ষর রাখলো লাভ ফর অভার ফোন মিটিং।

পূর্ণ হলো না আশা,
প্রেমিকা এলো না বাঁধতে বাসর বাসা।
শর্তে ভুগে হয় প্রেমের মরণ,
আমি ব্যর্থ প্রেমিক একজন।

অবশেষে পরিবারের পীড়াপীড়ি,
বিয়ে করো তাড়াতাড়ি।
শুরু হলো ঘটকের মাধ্যমে কন্যা পছন্দের বিষয়,
এমনি পাত্রী দেখাদেখি হলো গোটা নয়।

সর্বশেষ উভয়ের পছন্দ হলো,
সদা হাস্যোজ্জল ঈষৎ গোলাপি ঠোঁটের এক কন্যা কালো।
লাভ ফর অভার ফোন মিটিং- হ্যালো,
জিজ্ঞাসিলাম শর্ত কি কি- বলো।

প্রত্যুত্তরে বললো…তোমাকে খুব পছন্দ আমার,
ঘর বাঁধতে চাই তোমার।
আমৃত্যু শর্তহীন ভালোবাসবো তোমায়,
শুধু এক পৃথিবী প্রেম দিও আমায়।
যেথায় থাকো যেভাবে রাখো রাজি আছি আমি,
সারাজীবন আমার বুকে থেকো প্রাণের স্বামী।

অতঃপর বন্ধনে আবদ্ধ হলাম…ঊনিশ বছরের চলমান জীবন,
নানা ছন্দে উত্থান পতন।
আজ বেকারত্বের অভিশাপকে কবিত্বে করে বরণ,
কলমে রুখতে চাই বিশ্ব মানবতার হরণ।

ভালোই তো আছি চার-চারটি প্রাণে,
মহান স্রষ্টার সুখ শান্তি দানে।
প্রত্যহ মোরা ভালোবাসা বুনি,
সত্য প্রেমের আপন সংগীত অন্তরেতে শুনি।

অনন্যা/ টিটি

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ