Skip to content

২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনুক জীবন


ও সাগর জল
কী তীব্রতর ঘৃণায় তুমি আমাকে ছুঁড়ে ফেলছ সৈকতে
ঢেউয়ের আঘাতে আঘাতে ভাসিয়ে এনেছ সাগর তীরে
ও সাগর জল
আমি ত চেয়েছিলাম ঝিনুক জীবন; বিস্তৃত আকাশ নীল
আমিও বাঁচতে চেয়েছিলাম তোমাদের জলের উৎসব ঘিরে।

তবুও কোনো আক্ষেপ নেই আমার।
অপেক্ষার রোদে পুড়ে যাচ্ছে আমার পাথুরে খোলস
ভেতরে আমার প্রচন্ড জলশূন্যতা,
আমিও চাই- দ্বিতীয় জীবনে কেউ আসুক
সৈকত থেকে কেউ আমাকে কুড়িয়ে নিক

দ্বিতীয় জীবনে
আমি আদিবাসী মেয়েটার গলায় ঝিনুকের মালা-ই হবো।

অনন্যা / টিটি

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ