বিজয়ের গান
বাতাস এসে দোল খেয়ে যায়
লাল-সবুজের পতাকায়
টাক ঢুমা ঢুম তালে তালে
ঢাকি ভায়ে ঢোল বাজায়।
হৈ-হুল্লোড় চারিদিকে
জমছে মেলা বটতলায়
বিজয় খুশির বান বয়ে যায়
মফস্বলের পাঠশালায়।
বাংলা গানের সুর ভেসে যায়
বাউলা গানের আসরে
শহীদ ভায়ের কবর ঢাকি
লাল গোলাপের চাদরে।