Skip to content

৪ঠা জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | রবিবার | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিজয়ের গান

বাতাস এসে দোল খেয়ে যায়
লাল-সবুজের পতাকায়
টাক ঢুমা ঢুম তালে তালে
ঢাকি ভায়ে ঢোল বাজায়।

হৈ-হুল্লোড় চারিদিকে
জমছে মেলা বটতলায়
বিজয় খুশির বান বয়ে যায়
মফস্বলের পাঠশালায়।

বাংলা গানের সুর ভেসে যায়
বাউলা গানের আসরে
শহীদ ভায়ের কবর ঢাকি
লাল গোলাপের চাদরে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ