Skip to content

৭ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দর্পণ

কত ব্যথা কত দুঃখ,
কত পাওয়া না পাওয়ার সুর,
এ সমাজ নীরব পথিকের ঘাড়ে করে অর্পণ
যুগে যুগে দেশে দেশে
মানবের জীবন ও জীবিকার ছবি আপনার বুকে ফুটিয়ে তোলে সমাজ দর্পণ।

অগ্নি উদ্ভূত সময়
পোড়া মাংসের গন্ধ
পত্র বসনের দুর্লভ ছবি
নরম নরম কাদা মাটিতে
অতল জলের পাদদেশে
নরম নরম প্রাণের স্পন্দন।

দুর্গম গিরিপথে দুর্ভেদ্য গমনের পদচারণা থেকে
তিল তিল করে
বিনির্মিত আবাসস্থল ও
উত্থান উত্তরণের কাহিনী
কিংবা সোডিয়াম আলোতে ঝিকিমিকি একখণ্ড শহর।

এক পলকে নেত্রপল্লবে ছবির মতো
এঁকে দেয় এঁকে দিবে
এই সমাজের দর্পণ
তা সমবেত সকলে জানি
তা সমবেত সকলে মানি।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ