Skip to content

৩রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গরমে ত্বকে বরফের গুরুত্ব

এই গরমে বরফ একটা শান্তির শব্দ আর ত্বকের জন্য আরামের। গরমে ত্বকের যত্নে বরফ এক ধরনের থেরাপি। বরফ ব্যবহারে ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করে এবং ত্বককে উজ্জ্বল করে। এটি ত্বকে অক্সিজেনের মাত্রা উন্নত করে। তবে গরমকালে বরফ ব্যবহারের জন্য বিশেষ করে বলা হয়। শীতকালে বরফ থেরাপি নেওয়া কঠিন কাজ।

বরফের গুণাবলী গুলি জেনে নেই:

১- বরফ প্রদাহ নিয়ন্ত্রণে আনতে ব্যাপকভাবে কাজ করে।
২- সানবার্নের কারণে ত্বকে পোড়া ও লালচে ভাব দেখা দেয়, বরফ সেটি কমাতে সাহায্য করে।
৩- ব্রণ-র সমস্যা কমাতে বরফ কার্যকরী। ওপেন পোরস সঙ্কুচিত করে। অতিরিক্ত তেল নিঃসরণ কমে।
৪- মেকআপ করার আগে বরফ দিলে, তোকে সুন্দরভাবে মেকআপ বসে।

ফ্রুট আইস

ফ্রুট আইস মানে ফলের বরফ সেটা আমরা সবাই জানি। বরফের গুণাবলি গুলি জানলাম। তাহলে এখন ফ্রুট আইস এর গুণাবলী জানা যাক-

শসার বরফ
প্রথমে শসা থেকে রস বের করতে হবে। তারপর সেই রস গুলো বরফ বক্সে সংরক্ষণ করতে হবে। ১ সপ্তাহের বেশি সংরক্ষণ না করাই ভালো।
বরফ আইস চোখের নিচের কালো দাগ দূর করে। অতিরিক্ত তেল শুষে নেয়। ত্বক ডি-হাইড্রেট দূর করে।

তরমুজের বরফ
তরমুজ এমনেতেই পানি ফল। খুব দ্রুতই রস বের করা যাবে। আর বেশ কিছুদিনের জন্য সংরক্ষণ করে রাখা যাবে।
তরমুজ শুষ্ক ত্বকের জন্য খুবই কার্যকরী। তরমুজের বরফ ত্বকে টোনারের কাজ করে। ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করে।

টমেটোর বরফ
টমেটোর রস বের করে এইটাকে কিউব করে সংরক্ষণ করুন। সাথে চাইলে একটু মধু মিশিয়ে নিন।

প্রাকৃতিক ভাবে ফেস ব্লিচিং করতে সাহায্য করে। ত্বকের রুক্ষ শুষ্ক ভাব দূর করে ব্রাইট করে তোলে মুখ। মধু ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে
অনন্যা/ ডিডি

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ