Skip to content

২রা এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ | রবিবার | ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

অ্যালোভেরায় ত্বকের যত্ন

ত্বক কিংবা চুলের যত্নে অ্যালোভেরার জুড়ি মেলা ভার। অ্যালোভেরা রূপচর্চার উপাদান হিসেবে যেমন কাজ করে তেমনি অনেক সময় ঔষুধি মতও কাজ করে। নানা উপকরণের সাথে অ্যালোভেরা মিশিয়ে ত্বকের যত্ন নেওয়া যায়  ঘরে বসেই। যেমন :- 

 

 

অ্যালোভেরা শুষ্ক ত্বকে সরাসরি ব্যবহার করা যায়।  এটি ত্বক ময়েশ্চারাইজ  করে এবং ত্বককে নরম ও মসৃণ করে।শুষ্ক ত্বকে দুধের সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে মুখে ব্যবহার করলে ত্বক যেমন নমনীয় হয় তেমনি  উজ্জ্বলও হয়।

 

কলা, পেঁপে বা আপেলের সঙ্গে অ্যালোভেরা পেস্ট বা লেবুর রসের সাথে মিশিয়ে ব্যবহার করলে ত্বকের কালো দাগ দূর হয়। 

 

 

তৈলাক্ত ত্বকের জন্য ব্যবহার করতে পারেন  মুলতানি মাটি ও কমলার রসের সাথে অ্যালোভেরা  মিশিয়ে। এটি  মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ত্বকের তেলতেলে ভাব দূর হবে এবং ত্বক টানটান হবে। 

 

 

চালের গুঁড়ার সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে স্ক্র্যাব তৈরি  করে ব্যবহার করতে পারেন। 

 

 

এসব ছাড়াও ত্বকের যেকোনো ধরণের জ্বালাপোড়া দূর করতে সক্ষম অ্যালোভেরা। এমনকি সূর্যের অতিরিক্ত তাপে  ত্বকে  জ্বালাপোড়া হয়। শরীরে খুব ছোট ধরণের কাটা  বা  ক্ষত সাড়াতে অ্যালোভেরা জেল কার্যকরী একটি উপাদান। অ্যালোভেরা ক্ষতস্থান দ্রুত সাড়িয়ে তোলার পাশাপাশি দাগ হতে দেয় না।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ