Skip to content

৮ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্তিত্বের অঙ্কুর

মানব অস্তিত্বের সংকুল বিপন্নতা
প্রকৃতির প্রতিনিয়ত অঘোষিত বার্তার ঘনঘটা
অস্তিত্বের ভগ্নাবশেষের পলেস্তার ক্রমে খসে পড়ে
এটাই বুঝি শেষ জামানার নির্মম পরিহাসের অধ্যায়?

মানব রাজত্বও অতলে বিলীন হবে একদিন
মুছে যাবে সকল সভ্য লিপির ঝকঝকে বর্ণমালা
শূন্যতা এসে গ্রাস করবে ধরা, মহাশূন্য ও অন্তরীক্ষ
বিরাজ করবে নিঃস্তব্ধ ধরায় বড় ছমছমে পরিবেশ।

হয়তোবা নিভে যবে দিবাকরের আলো আঁধারি খেলা
নব অভ্যুদয়ে সূচিত হতে পারে পূনঃ অস্তিত্বের অঙ্কুর।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ