Skip to content

৮ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুনোফুল

বড় অযত্ন আর অবহেলায় অস্তিত্বের জানান দিয়ে
লকলকিয়ে বাড়ন্ত শৈশব, কৈশোর আর বার্ধক্য।
সুদৃষ্টি পরেনা কদাচিৎ কোনো কালে সেদিক পানে
মেঠোপথের ধূলোয় লুটোয় ডাগর ডগাগুলো।

রঙিন পুষ্পের শোভা শোভিত হয় বেজায় অনাদরে
গোচরণে পদে পদে পিষ্ট হয়ে নিদারুণ যন্ত্রণায় তনু।
পাখালির অনাচারে ভেঙে পড়ে বাঁচার আত্নবিশ্বাস
তবুও ওরা নিরব, নির্বাক সহে যায় সারা জীবনভর।

পার্থিব লৌকিকতার জৌলুশভরা পৃথিবীতে ওরা যে
বড় অসহায়, নিদারুণ কষ্টে অনাদরে ঝরে ঝরে পড়ে।
ঠাঁই হয়না কোথাও, যন্ত্রণায় সামলে নেয় নিজেকে
বাহ্যিক আড়ম্বরতায় বুনোদের ঠাঁই নেই এ সভ্যতায়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ