Skip to content

৫ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরহী স্মৃতি রোমন্থন

বিষণ্ন ভগ্নহৃদয়ে কতশত স্মৃতি জমা,
জীবন নামের সাগরে যে উত্তাল ঢেউ ওঠে,
একে একে আছড়ে পড়ে
মনের সৈকতের বিরামহীন ভাবে।
বালুচরে স্মৃতিরা শামুকভাঙা যেন এক সৈকত,
যতবার হাঁটতে গেছি রক্তাক্ত হয়েছি অতীতের আঘাতে।
আমি ভাসতে পারিনি লোনাজলের স্রোতে,
ডুবে যাই বারবার কষ্টের গভীর সমুদ্রে।
জীবন তো থেমে থাকার নাম নয়,
চলতে গিয়ে তাই আবেগের তাড়নায় হয় পরাজয়।
অনুভূতি গুলো যাচ্ছে হারিয়ে আঁধারের কাহিনী হয়ে,
তবুও আছি অপেক্ষায় একটা নতুন সূর্যোদয়ের।
আশার নাম বেঁচে থাকা যুদ্ধ যতই হোক,
জীবনে যদি ক্লান্তি আসে তাকে নিয়ে লিখব হাজারো শ্লোক।
স্মৃতির বালুকাবেলায় চিলতে মেঘের ভেলা ভাসায় মন,
আমি তার সাথে করি বিরহী স্মৃতি রোমন্থ।
আমি পথ ভুলে গেছি বহুদূরে চলে,
ফিরে আসার নেই কোনো পদচিহ্ন।
আমি জনবসতি ছেড়ে আজ হয়েছি বন্য,
তবুও জীবনের সাথে সন্ধিক্ষণে বেঁচে থাকতে
আমার আছে স্বপ্ন গড়ার এক বুক স্বপ্নের কাব্য।
আমি আজ পথে পথে হাঁটি ঠিকানা আমার পথ,
গন্তব্য যতই থাক না দূরে মন বেধেঁছি এই পথের সাথে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ