সোনালি সকাল
মিষ্টি মায়ার রোদ ঘিরে
হেমন্ত আসছে যে ফিরে
লাউয়ের ডগায় শিশির
পাখি গাছে কিচির মিচির
উৎসব কৃষকের ধান বোনা
স্বপ্ন ভরা মনের কোণা
কখন উঠবে ফসল গোলায়
কৃষাণীর সব দুঃখ ভুলায়
হেমন্ত এলো নতুন সাজে
পিঠে, মুড়িয়ে সকলের মাঝে
সোনালী সকাল সোনা রোদে
আকাশে নেই গর্জন ক্রোধে
শান্ত আর শান্তি চারপাশে
সুখ আনতে হেমন্ত আসে।