চাষি
আঁখি মিলে প্রথম আলোয়
দেখি যার হাসি,
সেই তো দেশের খাঁটি সোনা
আমার গাঁয়ের চাষি।
রৌদ্রে পুড়ে অঙ্গখানি
বৃষ্টি জলে ভিজে,
সবার মুখে অন্ন যোগায়
সুখ চাই না নিজে।
আমার চাষির রক্ত ঘামে
বাঁচায় তোমার প্রাণ,
তোমরা থাকো অট্টলিকায়
গায়ে মেখে ঘ্রাণ।
বিনা চাষে শস্য যখন
থাকে গুদাম ভরা,
আমার চাষির পেটে তখন
জ্বলে ক্ষুধায় খরা।
আমার চাষির চেয়ে কেউ
নয়তো কোনো নামি,
যতই থাকুক অর্থ- কড়ি
গাড়ি, বাড়ি দামি।
তাইতো চাষি স্যালুট তোমায়
পুণ্যে ভরা দিন,
তোমার কাছে থাকবে সবাই
জীবনভরে ঋণ।