Skip to content

৩রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হিমুকে ভালোবাসা

এখনো তোমার জন্যে হিমঝরা সন্ধ্যে
এখনো তোমার জন্যে পুকুর ঘাট, দালান মাঠ
মাটির ওপর ঘুরন্ত লাটিম
কফিনের ওপর ঘুড়ি পেতে রাখি
বেহালায় ছর কাটে জল আর বাতাস
উনুনে আগুন ওড়ে, সিঁদ কাটে বুক
একুশটা বসন্ত পার করে এসেও, দাদাভাই তোমাকে খুব মনে পড়ে।

এখনো তোমার জন্যে প্রভাতের মালা গাঁথি
ডায়েরির পাতায় গুঁজে রাখি পালক
এখনো নির্ঝর প্রভাতে গুনগুন করে গেয়ে উঠি
‘দাদাভাই, মন বানাতে পারো কি? আমার মতো ছোট একটা বোন বানাতে পারো কি?’
তোমার স্নেহের মূর্তি, বুকে ধরে রাখি
কান্না গুঁজে নিটোল হরফে সাজায় রিপোর্টিং
বোনটি তোমার এখন সাংবাদিক।

খবরের অতল আঁধারে ধূসর হয়ে আসে স্মৃতি
তোমার মুখ তবু চির অমলিন
খবরের গাঢ় অন্ধকারে প্রতিদিন ডুবে যেতে যেতে
তুমি যেন আমার প্রকৃত আশ্রয়, আলোর মুখ।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ