নিত্য খুঁজি মাটির পরশ
নিত্য খুঁজি মাটির পরশ
খুঁজি মাটির ঘ্রাণ
দেশের মাটি সবার সেরা
জুড়ায় তাতে প্রাণ।
যেই মাটিতে ঘুমায় শহীদ
মুক্তি সেনার দল
সেই মাটিতে বুক মেশালে
বাড়ে মনের বল।
এই মাটিতে ফসল ফলে
সোনার চেয়ে দামী
শহীদ গাজীর স্বপ্ন দেখি
এই মাটিতেই আমি।
এই দেশেতে জন্মে আমার
জীবন হলো ধন্য
বিলিয়ে দিতে পারি জীবন
মাতৃভূমির জন্য।