Skip to content

৩রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুজিব মানে

মুজিব মানে বায়ান্ন-এর রাষ্ট্রভাষার মিছিল,
মুজিব মানে জয়ের স্পৃহায় পার হওয়া পথ পিচ্ছিল।
মুজিব মানে উড়তে থাকা লাল-সবুজের নিশান,
মুজিব মানে দ্রোহের আগুন, বীর বাঙালি কিষাণ।

 

মুজিব মানে নীল আকাশে রক্তিম লাল তাপস,
মুজিব মানে ভীরুর বুকে সত্যের অসীম সাহস।
মুজিব মানে ছেষট্টিতে ছয়টি দফা সনদ,
মুজিব মানে আগরতলার মামলা জয়ের রসদ।

 

মুজিব মানে ঊনসত্তরের জয় গণঅভ্যুত্থান,
মুজিব মানে জনারণ্য সোহরাওয়ার্দী উদ্যান।
মুজিব মানে সাতই মার্চে তেজোদৃপ্ত ভাষণ,
মুজিব মানে সব হৃদয়ে প্রিয় নেতার আসন।

 

মুজিব মানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক,
মুজিব মানে মন-মননে ভালোবাসার পোষক।
মুজিব মানে জয় বাংলার অগ্নিঝরা শ্লোগান,
মুজিব মানে ন্যায়ের বাণী, গর্জে ওঠা তুফান।

 

মুজিব মানে জাতির পিতা, গরীব-দুঃখীর আপন,
মুজিব মানে নিরপেক্ষ সাংবিধানিক শাসন।
মুজিব মানে বলতে বলতে যায় না করা শেষই,
মুজিব মানে প্রাণের প্রিয় সোনার বাংলাদেশই।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ