Skip to content

৭ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সেই ছেলেটি শেখ মুজিবর রহমান

যে ছেলেটি জন্ম নিলো সতের–ই মার্চের দিন,
তার কাছে দেশের আছে অযুত-নিযুত ঋণ।
জন্ম নিয়ে ফুলের মতো দিলো যে এক হাসি,
সেই ছেলেকে সবাই চিনি আমরা ভালবাসি।

 

সেই ছেলেটি বাবার মায়ের ছিল চোখের মণি,
তাকে পেয়ে দেশের সবাই হলো ঋদ্ধ-ধনী। 
গরীব-দুঃখীর দুঃখ দেখে কাঁদতো তার বুক,
সবার মুখে হাসি দেখলে বেজায় পেতো সুখ।

 

সেই ছেলেটি বাসতো ভালো দেশ–মাটি–মা,
সত্য নিয়ে থাকতো পড়ে–মিথ্যে জানতো না।
সেই ছেলেটি জন্ম থেকেই ছিলো স্বাধীন চেতা
সেই ছেলেটিই কে জানতো হবে দেশের নেতা।

 

সেই ছেলেটি বড়ো হলো গাইলো দেশের গান
দেশের জন্য জেল-জুলুম তাই ওষ্ঠাগত প্রাণ।
সেই ছেলেটিই মার্চে দিলো স্বাধীনতার ডাক,
বীর বাঙ্গালী অস্ত্র হাতে জাগরে তোরা জাগ।

 

সেই ডাকেতে মুক্তিযুদ্ধে সবাই দিলো সাড়া,
নিজের প্রাণ বিলিয়ে দিতেও ভয় পেল না তারা।
অবশেষে ছিনিয়ে আনলো সোনার স্বাধীনতা, 
যার জন্য আজ নির্ভয়ে বলতে পারছি কথা।

এই বাংলার আকাশ—বাতাস যতদিনই থাকবে,
সবাই মিলে সেই ছেলেকে মুজিব বলেই ডাকবে।
মুজিব প্রাণে,মুজিব গানে, মুজিব খোদার দান,
যার মুখটাই মানচিত্র সে শেখ মুজিবুর রহমান। 

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ