যুদ্ধ নয় শান্তি
ভুল ভাঙ্গে শেষে মৃত্যুর দরজায় দাঁড়িয়ে
শক্তি দম্ভ কূটকৌশলের কাছে
বিবেক মানবতা হার মানে।
সতর্কতা নিষেধাজ্ঞা হুঁশিয়ারি ব্যর্থ সবই
ভেস্তে গেল শান্তির আয়োজন
জল্পনা কল্পনা ছাড়িয়ে রুশ হামলা,
বিধ্বস্ত ইউক্রেন পরাজয়ের পথে।
কিয়েভে অশান্তির আগুন দিশেহারা জেলেনস্কি
মৃত্যুর খেলায় জ্বলছে ইউক্রেন জ্বলছে মানুষ
জ্বলছে মানবতা,
সহযোগিতা মুখে মুখে যেন নিধিরাম
অশান্তির আগুন লেলিহান শিখা।
ব্যর্থ ক্রেমলিন ব্যর্থ ন্যাটো ইইউ
পুতিনের ট্রিগার চেপে ধরা
যুদ্ধ নয় শান্তি
শক্তি নয় মানবতা হোক জয়ী।