Skip to content

৮ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একুশ আমার

একুশ আমার ঘাতে-সংঘাতে প্রতিদ্বন্দ্বী জ্বলন্ত প্রতিবাদ
একুশ আমার কুঁড়ে ঘরে নুন, শিশুর হাতে বেলুন, কাঁচা লঙ্কা পান্তাভাত।

 

একুশ আমার কাস্তে হাতুড়ি,মাছের পাতুরি,লাঙ্গলের ফলা
একুশ আমার নবান্নের হাসি, শিস দোলা উচ্ছসি, বীজ তোলা, বীজ ফেলা।

 

একুশ আমার দুর্যোগে মারি ও মড়কে, বুক ফাটা শোকে, ত্রাণের হাত
একুশ আমার মৃত্যু মুখেও বেঁচে থাকা,লেগে থাকা,প্রাণের বাঁধনে বেঁধে বেঁধে ওঠা রাত।

 

একুশ আমার বুকের ওপর সুতির কাপড় দু'চারটে দুব্বোঘাস
একুশ আমার চিতল হরিণ, বসন্ত ঋণ, সখা ও সখী, আজ ও কাল মধুমাস।

 

একুশ আমার পাখির সুরে, বুকের ভেতরে,জেগে ওঠা গান
একুশ আমার বাংলা মায়ের স্নেহ-ছায়া জড়ানো কোল, ঢাকের বোল, জয় বাংলা শ্লোগান।

 

একুশ আমার পানসি নৌকা,আঁকা আর বাঁকা, জলের বুকে, স্রোতের রেলগাড়ি
একুশ আমার পাল তোলা হাল,তাল-বেতাল, হাওয়ায় ঘুড়ি দিক ছাড়ি।

 

একুশ আমার দিগন্ত আর অনন্তের, প্রতিটি সীমান্তের, খুলে খুলে যাওয়া, অন্তহীন দিশা পথ
একুশ আমার আজকে বেঁচে আছি,কালও বেঁচে থাকবো, হাতের ওপর হাতটি রাখবো সবাইকে নিয়ে এই শপথ।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ