Skip to content

৫ই নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নারীর বিভূষণ

নারীর মতো এতো রমণীয় সৃষ্টি
এ বসুধায় বলো আর কী আছে?
দেখেছি কতো হয় না তুলনা ততো,
সব শোভনই হয় নত নারীর কাছে।
যদি চুকিয়ে দাও ভালবাসার দেনা,
দুচোখের মাঝে যদি হয় পথ চেনা।
হেথা আছে দীপ্ত ভোর, নিঝুমরাত,
আছে পর্বত, ঝর্ণা, নদী, গিরিখাত।
আছে নুব্রাভ্যালি ব্যাবিলনের উদ্যান,
আছে সবুজ ভূমি, আছে মরুদ্যান।
আছে বর্ষায় রিনিঝিনি সুরের মায়া,
আছে আমাজন অরণ্যের ঘনছায়া।
আছে শরৎ, হেমন্ত,বসন্তেরই পূর্ণতা,
আছে হীমহীম জড়োসড়ো উষ্ণতা।
আছে রহস্যময়ী মোনালিসার হাসি,
প্রেরণা দিয়ে ছড়ায় পুষ্প রাশিরাশি।
সব থেকেও কিছু নেই নারীর কারণে,
আদমও হাসেনি স্বর্গে হাওয়ার বিহনে।
নারী মহীয়সী বীরাঙ্গনা বীরের প্রেরণা,
ওখানেই স্বর্গসুখ- শ্রদ্ধা সুখের মন্ত্রণা

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ