Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মিলন

জলকে খর্গ দিয়ে কোপ মারো 
কাটা যাবে না 
খড়গটাই ডুবে যাবে। 

 

জমিতে কাঁটাতার দাও 
আকাশকে বেঁধে রাখা যাবে না 
পাখি ঠিকই উড়ে যাবে। 

 

তোমার ভেতরে বায়ু, আমার ভেতরে বায়ু
তিনভাগ জল, একভাগ সিকি আয়ু
ভাগ করা যাবে না। 

 

তোমার দেশের গাছ, আমার দেশের গাছ
রঙিন ঘুড়ির নাচ
কার্বনডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন বিলোবে। 

 

মানুষকে ভাগ করে দাও 
রক্তকে ভাগ করা যাবে না 
হিন্দুর সাথে মুসলমানের রক্তের গ্ৰুপ মিলে যাবে। 

 

কবিকে ভাগ করে দাও 
কবিতাকে ভাগ করা যাবে না 
কবিতা চিরদিন মিলনের কথাই বলে যাবে। 

 

জল-আকাশ-বাতাস-রক্ত-কবিতা
মানে না কোনোদিন কোনো অসহিষ্ণুতা
সমস্ত বিভাজন বুকে বুক পেতে চিরদিন রুখে দেবে। 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ