Skip to content

৪ঠা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অযৌনি-সম্ভূত

একটি মৃত শরীরের সাথে সঙ্গম করতে এসে ক্রমশ ক্রমশ তলিয়ে যাচ্ছ মৃতের মতো
অমৃত গমনের পথ তোমাকে কে দেখাবে এখন ?
ঘূর্ণি উঠেছে একটা, মোহনায় দুর্দান্ত একটি ঘূর্ণি
আস্ত আস্ত জাহাজ অতলান্ত, পেটে, গিলে খেয়ে নেবে
আর তোমার নালি দিয়ে ঢুকে গিয়েছে হিমবাহ, শিরায় শিরায় শৈত্য 
প্রবাহ, জমাট বাঁধার আগে মরুভূমির শুষ্ক আগুনখেকো সন্তান। 

 

চুমু খেতে গিয়ে, পাকস্থলী ছিঁড়ে উগলে উঠছে বমি
যৌনাঙ্গ দিয়ে ছিটকে নামছে রক্ত, গড়িয়ে গড়িয়ে পড়ছে
নাকে বিষ, চোখে বিষ, কর্ণকুহরে কর্কশ শকুনের স্বর, করাল কর্কট অন্ধকার। 

 

উত্তেজনার আগুন ছিল, গড়াতে গড়াতে পুড়তে পুড়তে ছাই
পৃথিবীর পেটে মল ছিল, এখন নুড়ি পাথর
আস্ত একটা সূর্য ডিমের কুসুমের মতো গুলতে গুলতে গুলতে গুলতে যেন ফেনার বুদবুদ
গর্ভাশয়ে বীর্য মাখানো ভ্রুন কালো-পোড়া-পিচ গলে গলে পড়া রাস্তায়
কোথাও কিচ্ছুটি নেই প্রেম সম্পর্ক ঘৃণা লোভ প্রতিহিংসা দু'দিনের সফর। 

 

লাশকাটা ঘরে বুক কাটলে দেখা যাচ্ছে শুধু উড়ে গেছে গাছ, উড়ে গেছে মাথা
রয়ে গেছে কয়েকটা আরশোলা আর অযাচিত ভালবাসার শিকড়।  

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ