Skip to content

১৮ই ফেব্রুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

স্তব্ধএকুশ

স্তব্ধএকুশ

শিরীন চৌধুরী

মানবসম্পদ পেশাজীবি।

"একুশ শুরু যেদিন থেকে

প্রজাপতি ডানা মেলে

রাঙিয়ে ছিলো জীবনটাকে!

 

রক্তস্রোতে ভাসিয়ে দিয়ে

ব্যথার সাগর উপচে পরে

একুশ নিলো প্রান ছিনিয়ে!

 

বুকের ভিতর ক্ষত করে

একুশ এলো কান্না নিয়ে

এতিম হলাম সেদিন ভোরে!

 

বিশ বিশের শেষের মাসে

একুশ হারায় বাইশের কাছে

চিড় ধরে দৃঢ় বিশ্বাসে।

 

নতুনবর্ষে পুতুল বেশে

একুশ এলো পাগড়ি ছেড়ে

নাম না পেলো অবশেষে!

 

এক, দুই করে হরেক একুশ

কিছু আনন্দ আর কিছু সুখ

সাথে ছিলো কষ্ট একবুক!

 

এবার থেকে একুশগুলো

মিশবে গায়ে হয়ে ধুলো

করবে স্মরণ স্মৃতিগুলো।

 

 

উৎসর্গঃ

আজকের শিশু

তারিখঃ ২৩ এপ্রিল ২০২১"

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ