অন্ধ হোমার
ঠোঁট থেকে রাত তুলে নিয়ে অক্লান্ত বসে থাকি দুয়ারে তোমার
গাছ নড়ে ওঠে ঝনঝন ঝনঝন, কল্পতরু গাছ
আমাদের মাটি কাঁপে, কাঁপে জল, জন্ম-দুয়ার
জোছনার মতো খই ভেজে নিতে পারি, নেই যদি কাজ।
ঘাসে ঘাসে মুখ দিয়ে চলা তারা, হারিয়ে ঈশারা
অন্ধকূপে, বন্ধ, মৃদুমন্দ, স্কন্ধকাটা,পরজন্মের তরে
তরী ধরে চলে যায়, লম্ফ যেভাবে ফোঁফায়
নিশিডোর, ভর করে
ঠোঁট থেকে রাত তুলে নিয়ে পরাহত, আলোর বাসনায়
বসে থাকি অন্ধ হোমার।