শ্রেষ্ঠ রূপকার
শেখ মুজিব কেবল একটি নামই নয়
আদর্শের স্তম্ভ,
তাঁর দৃঢ় সাহসিকতায় অদৃশ্য প্রেতাত্মারা
আতঙ্কে হতভম্ব।
শেখ মুজিব কেবল একটি নামই নয়
মানবতার মুক্তি,
তেজোদ্দীপ্ত হুঙ্কারে দুমড়ে মুচড়ে যায়
ষড়যন্ত্রের যুক্তি।
তাঁর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে
বাঙালি গর্জে ওঠে,
কাঁধে কাঁধ মিলিয়ে দেয় প্রাণ বিলিয়ে
সকলে রণে ছোটে।
শেখ মুজিব কেবল একটি নামই নয়
বাংলার অহংকার,
লাল সবুজের এই মানচিত্র গড়ার
শ্রেষ্ঠ রূপকার।
নিপীড়িত মানুষের পাশে ছিলেন তিনি
হয়ে মুক্তির ঢাল,
বাঙালীদের হৃদয়ে চির অমর হয়ে
থাকবে চিরকাল!