বিজয় মানে
বিজয় মানে স্বাধীন জীবন
বেঁচে থাকার ঘ্রাণ,
বিজয় মানে গর্বে ভরা
বিশুদ্ধ এক প্রাণ।
বিজয় মানে স্বপ্নমাখা
মনের তীব্র সুখ,
বিজয় মানে উজ্জ্বলতায়
হাসি ভরা মুখ।
বিজয় মানে রক্তে আঁকা
লাল সবুজের ছবি,
বিজয় মানে পূর্বাকাশের
অরুণ আলোর রবি।
বিজয় মানে সুখ-দুঃখে
জুড়ে থাকা মন,
বিজয় মানে স্বাধীন মাতা
একান্তই আপন।
বিজয় মানে উঁচু মাথা
সবার অহংকার,
বিজয় মানে আমার মায়ের
জন্ম বারংবার।