Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রিয় স্বাধীনতা

রক্তের কলকল ধ্বনিতে তারা সেদিন ঝর্ণার ছলছল নৃত্য উপভোগ করেছিলো 
উর্দির ভেতর শরাবে মাতাল হায়েনার  দল গোদ্ গোদ্ করছিলো হরিণীর মাংসের লোভে 
যুবতীর দেহের গন্ধে নির্লজ্জ মাংসাশী হিংস্র জানোয়ারদের লালা গড়িয়ে পরছিলো। 

 

কিশোরী বঁধুর শাড়ির আঁচল হেঁচকা টানে জাহান্নামের আগুনে ঘি ঢেলে জান্নাতের পুষ্পকাননে ছড়িয়ে দিয়েছিলো কুচকুচে কালো ধোঁয়াময় লেলিহান শিখা
লাশের মিছিলে হারিয়ে গিয়েছিল লক্ষ আবাল বৃদ্ধ বনিতা 
ললাটের সিঁদুর মুছে গঙ্গা জলে ভেসে গিয়েছিল কতো নববধূ!

 

ভরা পূর্ণিমায়ও অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে গিয়েছিল লক্ষ প্রেয়সীর ভাগ্য 
অবশেষে শোক, ব্যথা, ঘৃণা, ক্ষোভের সাইক্লোন ডুবিয়ে দিয়ে শত্রুর ষড়যন্ত্রের সব তরী তোমায় ছিনিয়ে আনে হে প্রিয় স্বাধীনতা।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ