চাঁদ শূন্য আকাশ
আকাশটা আজ ভারী একলা
মেঘমালায় ভরপুর,
কখন জানি বৃষ্টি নামে
মানে না নিশি-ভোর।
মেঘের সাথে মেঘের যখন
হইবে ঘর্ষণ,
অঝোর ধারায় আকাশ থেকে
পড়িবে বর্ষণ ।
মেঘমালা আজ নিশ্চুপ আছে
নামবে নাকো বৃষ্টি,
চন্দ্র হীনা, তন্দ্রা নামে
পড়ে না যে আলোর দৃষ্টি।
চাঁদের আলোয় আলোকিত
সন্ধ্যা থেকে নিশি,
চাঁদ শূন্য আকাশটাকে
লাগে পরবাসী।