Skip to content

৯ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সুরের মূর্ছনা

এক সুরের মূর্ছনা অনিবার এসে;
হৃদয় দরিয়াপার সর্বদা ধসে!
রাতে ঘুম ফেঁসে যায় কাজরীর গানে;
এমন ব্যাকুল কে গো শান্তি নাই প্রাণে?

আমারে সে দিয়েছিল দুটি চোখ বেঁধে;
কানামাছি খেলা বলে আজো উঠে কেঁদে!
এমন নীলাভ চোখ দুটি কথা বলে;
হে নীলাদ্রি এসো এই গগনের তলে!

স্কাইলাইটের আলো শহরের পথে,
জোনাকির চলাফেরা পল্লীর জগতে!
তুমিও সেই রকম সব পরিবেশে;
আলোকিত করো তাই কত ভালোবেসে।

হেঁটে চলো মরুগিরি ঢের মেঠোপথে;
চেতনারে সাথে নিয়ে আঁধার জগতে!
ব্যর্থ প্রত্যয়ে তুমিই জ্বালিয়েছ আলো;
কবিতা ও গান লিখে দিন কাটে ভালো।

সুরের মিতালি আসে নাই অবসাদ;
করে আজ অঙ্গীকার কাঁধে রেখে কাঁধ!
চকিত প্রিয়ার সেই অপলক দৃষ্টি;
হৃদয় আকাশে ঝরে অঝরেতে বৃষ্টি!

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ