Skip to content

৬ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তির পথ

হে মুজিব, 
তুমি এসেছিলে যবে 
ডেকে ছিলে সবে
লক্ষ প্রাণ উজাড় করেছিলো 
এই বাংলার বুকে। 

হে মুজিব, 
তুমি এসেছিল যবে পদ্ম ফুলটি হয়ে 
বাংলার মানুষ জেগেছিল লাঠি হাতে নিয়ে 
হানাদার বাহিনী রোধে 
স্বাধীন বাংলা গড়বো বলে। 

হে মুজিব,
তুমি এসেছিল যবে আকাশের তাঁরা হয়ে 
বাংলার জ্বলেছিল স্বাধীনতার আলো 
শত্রু সেনা হতে 
দেশ মুক্ত করতে। 

হে মুজিব, 
তুমি এসেছিল যবে জোনাকি হয়ে 
আধারে জ্বলছে বাতি বাংলার বুকে 
ষোল কোটি মানুষের হৃদয় মাঝে
জন্ম নিয়েছে শুধু মুজিব নামে।

হে মুজিব,
তুমি এসেছিল যবে উদ্যান মাঠে 
কোকিলের কণ্ঠে তুলেছিলে সুর জনতার মাঝে 
সেই থেকে বাঙালী রাজপথে হাটে 
শ্লোগানে বলে চলেছি আমরা মুক্তির পথে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ