এ দেশ আমার
এ দেশ আমার প্রাণের চেয়ে অনেক বেশি দামি,
এ দেশ আমার আঁধার ঘরে চাঁদ এনেছে নামি।
এ দেশ আমার সুখের পিদিম, জোনাক জ্বলা রাতি,
এ দেশ আমার দুঃখ-সুখের চির আপন সাথি।
এ দেশ আমার সকল দেশের সেরা এবং রানি
এ দেশ আমার ভালোবাসার অমিয় সব বাণী।
এ দেশ আমার ছড়ার কথা, গানের স্বরলিপি,
এ দেশ আমার স্বর্ণকমল, জলের রঙিন পিঁপিঁ।
এ দেশ আমার নকশিকাঁথার স্বপ্নঘেরা মাঠ,
এ দেশ আমার ধান, কাউন, চা, গম, সরিষা, পাট।
এ দেশ আমার দোয়েল, কোয়েল, ময়না ও বুলবুল,
এ দেশ আমার গোলাপ, টগর, শাপলা, জবা ফুল।
এ দেশ আমার ষড়ঋতুর রূপের সমাহার,
এ দেশ আমার শক্তি, সাহস এবং অহংকার।
এ দেশ আমার স্বর্গ সমান, চিরকালের প্রাণ,
এ দেশ আমার মায়ের মতোন যায় শুনিয়ে গান।
এ দেশ আমার মুক্তিসেনার রক্ত দিয়ে গড়া,
এ দেশ আমার দ্রোহের আগুন বংশ পরম্পরা।
এ দেশ আমার মহান নেতা শেখ মুজিবের দেশ,
এ দেশ আমার প্রিয় অতি, সোনার বাংলাদেশ।